স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে সাপের কামড়ে আলা বানু (৩৫) নামের এক মহিলা বিষাক্রান্ত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, গতকাল ওই সময় পুর্ব জয়পুর গ্রামের আব্দুল হাশিমের স্ত্রী আলা বানু বাড়ির পাশে ঝোপঝাড়ে কাজ করছিলেন। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। সৈয়দপুর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে যুবক আহত স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামে নোমান (১৮) নামের এক যুবক বিদ্যুতস্পৃষ্ট হয়েছে। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, নোমান ওই সময় তার বাড়িতে বৈদ্যুতিক কাজ করছিল। এ সময় অসতর্কতাবশত বৈদ্যুতিকের তারে জড়িয়ে পড়ে। এতে সে বিদ্যুতস্পৃষ্ট হয়। সে ওই গ্রামের আবদাল মিয়ার পুত্র।