নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মুরাদ আহমদ গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ হামলার প্রতিবাদে নবীগঞ্জে কর্মরত সাংবাদিকরা তাৎক্ষনিক জরুরী সভা আহ্বান করে ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বিকেলে সাংবাদিক মুরাদ আহমদ তার বাসভবন শহরের নূরানী মার্কেটের ভেতরে প্রবেশের সময় আলমগীর ও আলম নামে দু’ব্যক্তির নেতৃত্বে একদল দুর্বৃত্ত মুরাদের উপর হামলা চালায়। এ সময় মুরাদকে রক্ষায় নূরানী মার্কেটের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা তাকে জোরপূর্বক রিক্সায় তুলে মধ্যবাজারে অবস্থিত ৮নং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের অফিসের সামনে নিয়ে রাস্তায় ফেলে বেদরক মারপিট করতে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সাংবাদিক মুরাদের উপর হামলার খবর পেয়ে সাংবাদিক নেতৃবৃন্দ তাৎক্ষনিক হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন।
মুরাদের উপর হামলার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হবিগঞ্জ-১ আসনের এমপি এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমেদ খালেদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউর রহমান, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, কাউন্সিলর আলাউদ্দিন আহমেদ, জাকির আহমেদ, জাহেদ চৌধুরী, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময়ের বার্তা সম্পাদক সেলিম তালুকদার, শামসুল ইসলাম, সাংবাদিক সরোয়ার সিকদার, গোলাম রহমান লিমন, সাংবাদিক শাহ মিজানুর রহমান, মোঃ আবু তালেব, আব্দুর রকিব হক্কানী, মোঃ আলমগীর মিয়া, নাবিদ মিয়া, মতিউর রহমান মুন্না, শাওন আহমদ, উপজেলা যুবসংহতির আহ্বায়ক নুরুল আমিন ফুল মিয়া প্রমূখ নেতৃবৃন্দ। সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান যৌথভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।