স্টাফ রিপোর্টার ॥ এমপি আবু জাহির প্রিমিয়ার ক্রিকেট লীগে গ্র“প পর্বে নিজেদের শেষ ম্যাচে গ্রীন স্পোটিং ক্লাবকে ২ উইকেটে হারিয়ে উত্তরণ সংসদ গ্র“প চ্যাম্পিয়ান হয়ে সেমিফাইনালে। গতকাল সোমবার সকাল ১০টায় হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গ্রীন স্পোটিং ক্লাব। ব্যাটিং করতে নেমে ৪৬ ওভার ৩ বলে ১৬৬ রান করে অল-আউট হয় গ্রীন স্পোর্টিং ক্লাব। গ্রীনের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে দ্বিপাল (৪২) ও ২য় সর্বোচ্চ রান করেন ইমন (৩৮)। উত্তরণ সংসদের হয়ে একাই ৩ উইকেট তুলে নেন জুনায়েদ ও এছাড়াও ২টি করে উইকেট নেন লিটন ও লিংকন। মধ্যাহ্ন বিরতির পর ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নামে উত্তরণ সংসদ। ৪৬ ওভার ২ বল খেলে লিটনের সর্বোচ্চ ৬৫ রানের ঝড়ো ইনিংসের উপর ভর করে জয়ের বন্দরে পৌছে যায় উত্তরণ সংসদ। উত্তরণ সংসদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন ফয়সল। এছাড়াও দলের জন্য ২২ রানের একটি অপরাজিত ইনিংসং খেলেন দলীয় অধিনায়ক রিন্টু রায়। গ্রীনের হয়ে ২ টি করে উইকেট নেন সেন্টু ও মামুন।