প্রেস বিজ্ঞপ্তি ॥ সমাজিক সংগঠন বন্ধু আমরা ‘ক’ জনের উদ্যোগে ও ডাঃ বিশ্বজিত আচার্য্যর এবং অরুন দাশের সার্বিক সহযোগীতায় শহরের চিড়াকান্দিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে বন্ধু আমরা ‘ক’ ই গুহার ভিতরে ব্যাতিক্রমী এই পূজার আয়োজন করেন। বন্ধু আমরা ‘ক’ জনের উদ্যোগে আয়োজিত এ পূজা মন্ডপটি দেখার জন্য শহর ও গ্রামাঞ্চলের বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় জমান। ২দিন ব্যাপী এই সরস্বতী পূজা অনুষ্ঠানের সার্বিক তত্ত্ববাধয়নে ছিলেন জনি, সুব্রত তালুকদার, উজ্জল, শাওন, সুজিত, বিধান, খোকন, অপু, আলী, জুবায়ের, রিজু, কল্লোল, রানা, পাপন, দিব্য প্রমূখ।