প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর পৌর সভার নোয়াগাও গ্রামে লোকনাথ সেবা সংঘের নিজস্ব ভূমিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । মাধবপুর পৌর সভার মেয়র হীরেন্দ্র লাল সাহা ও সাবেক মেয়র এস এম মুসলিম যৌথভাবে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । এ উপলক্ষে সেবা সংঘের সভাপতি কমল বন্ধু পালের সভাপতিত্বে এবং পরিতোষ পাল ভুলুর পরিচালনা অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর সভার মেয়র হীরেন্দ্র লাল সাহা, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা এস এম মুসলিম, সাংবাদিক শংকর পাল সুমন, কাউন্সিলর দুলাল মোদক, সাবেক কাউন্সিলর অজিত পাল, ব্যবসায়ী মনোজ মোদক, দীপক রায়, পঙ্কজ কুমার সাহা প্রমূখ। মন্দির নির্মানে মাধবপুর পৌরসভা থেকে ২ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।