আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই থানা পুলিশ অভিযান চালিয়ে ৩০ লিটারমদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার বামৈ (কাটিয়ারা) গ্রামের মুছি বাড়িতে এসআই আব্দুস সাত্তার ও এসআই জাহাঙ্গীর আলমের নেত্বতে অভিযান চালায়। অভিযানকালে ৩০ লিটারমদসহ গৌরাঙ্গ রবি দাশকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গৌরাঙ্গ বরি দাশ মৌলভীবাজার জেলার আতংগীরি গ্রামের বাসিন্দা। সে লাখাই উপজেলার বামৈ (কাটিয়ারা) গ্রামে তার শ্বশুর শুকলালের বাড়িতে অবস্থান নিয়ে মদ তৈরী করে।