নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সরকারী চাকুরী থেকে অবসরে গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। গতকাল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে শিক্ষক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী তুহিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ন দাশ। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আমজাদ মিলন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক শামীম চৌধুরী,উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল মালিক চৌধুরী, শিক্ষক সমিতির সহ-সভাপতি শাহীনুর আক্তার চৌধুরী, আছফিয়া খাতুন, অঞ্জলী রায়, অভিভাবক আব্দুল কাদির হোসাইনী, প্রাক্তন ছাত্র ক্যাম্ব্রিয়ান কলেজে অধ্যয়নরত অংকন রায় এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখে ৫ম শ্রেনীর ছাত্র দেলোয়ার হোসেন সাঈদ, আদনান রাহাত, ফাতেহাতুল কোবরা, সুরভী। সভায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম,নূরুল ইসলাম খেজুর, অভিভাবক মোঃ জয়নাল আবেদীন, মোঃ নুরুল আমীন, সেলিম মোস্তাফিজ, সামছুল হক খেলা, প্রধান শিক্ষক শিরিন ফাতেমা, রুবেনা বেগমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
অতিথিদের ফুল দিয়ে বরণ করে মাহদিয়া সামিহাত রেজা, সুমাইয়া আক্তার প্রমি, ফারহানা রসিদ সাবা, এহতেশাম চৌধুরী নাবিল, মুহতাসিম মিলন শুভ।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে বিদায়ী শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের উদ্দেশে মানপত্র পাঠ করে তা তুলে দেন শিক্ষক মিতা রায়। সব শেষে দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ আব্দুল অদুদ।