নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে মুক্তিযোদ্ধের সাবসেক্টর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহবুবুর রব সাদী স্মরণে আয়োজিত সভা নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৮ ফেব্র“য়ারী মঙ্গলবার উপজেলা মাঠে দুপুর ১২টায় ওই স্মরণসভা অনুষ্ঠিত হবে। মরহুম সাদীর শুভাকাংখী ও অনুসারীদের পক্ষ থেকে উপজেলার দিনারপুর পরগণার কৃতি সন্তান সাদী স্মরণে এসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি থাকবেন সাবেক চীফ হুইফ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এছাড়াও হবিগঞ্জ জেলার সকল সংসদ সদস্য ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।