স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামে ‘মিনাজপুর তৃতীয় মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে’র ফাইনাল সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার রাতে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুল মুকিত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী বিদুৎ সমিতির পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আমিনুর রহমান সুমন, ইউপি মেম্বার ফজলুল করিম মিছবা ও হাজ্বি দুলাল মিয়া, তোফায়েল আহমেদ, হেলাল মিয়া, শফিক মিয়া। অতিথিবৃন্দ ১ম বিজয়ীদের মধ্যে ১টি মোটর সাইকেল পুরুস্কার বিতরণ করেন।