স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকা থেকে মাদক বিক্রির অভিযোগে জুবেল মিয়া (৩০), লিটন মিয়া (৩২) কে আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট ও সরঞ্জাম উদ্ধার করা হয়। জুবেল ২নং পুল বহুলা এলাকার মৃত নান্টু মিয়ার পুত্র এবং লিটন মিয়া একই এলাকার মৃত আলফু মিয়ার পুত্র।
গতকাল শুক্রবার রাত ৮টায় সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তারা দুইজন ইয়াবা ট্যাবলেট সেবন করছিল।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ১ ডজন মাদক মামলা রয়েছে। সে বিভিন্নস্থান থেকে মাদক এনে বাড়িতে বিক্রি করতো। পুলিশ একাধিকবার তাদের গ্রেফতার করলেও আইনের ফাক দিয়ে বেরিয়ে এসে পুনরায় মাদক বিক্রিতে জড়িয়ে পড়ে।