আবুল কাশেম, লাখাই থকে ॥ বামৈ লাখাই সড়ক থেকে ডাকাতির প্রস্তুতিকালে রামদা, কিরিজসহ ২ ডাকাতকে আটক করেছে লাখাই থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে- অষ্ঠগ্রাম উপজেলার নূর বাড়ী গ্রামের জালাল মিয়া পুত্র লিটন মিয়া (২০) ও লাখাই উপজেলার স্বজন গ্রাম বিলপাড় হাটির আঞ্জব আলীর পুত্র মাহালদার (২৫)।
জানা যায়, গতকাল রাত প্রায় ৯টার দিকে উল্লেখিত ২ ডাকাতি বামৈ লাখাই সড়কের নির্জন স্থানে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয়। এসময় লাখাই থানার টহল পুলিশ ওই স্থান দিয়ে যাবার সময় গতিবিধি সন্দেহ হলে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে রামদা ও কিরিজ উদ্ধার করা হয়।