স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ৪ আসামীকে আটক করেছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদর থানা পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। এ সময় মাষ্টার কোয়ার্টার এলাকার আব্দুল হান্নান, উমেদনগর গ্রামের সামছু মিয়া, শিকারপুর গ্রামের রুহুল আমিন ও পুরান মুন্সেফী এলাকার মাহমুদুল হককে আটক করা হয়। গতকাল শুক্রবার তাদের কারাগারে প্রেরণ করা হয়।