স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলীগঞ্জ নামকস্থানে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আরোহীসহ ২ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, কাজল বিশ্বাস ও শরীফ মিয়া নামের দুই যুবক মোটর সাইকেল যোগে হবিগঞ্জ আসছিল। এ সময় উল্লেখিত স্থানে পৌছলে রাস্তায় রাখা গরুর দড়িতে প্যাচ লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উল্লেখিতরা আহত হয়।