শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুর এলাকার শেখ বাড়ির বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ আলী হোসেন (৬৮) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি ২১ ফেব্র“য়ারী ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লঅহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২২ ফেব্র“য়ারী পুরানবাজার শাহী ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট মুরুব্বী শেখ মুজিবুর রহমান, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাবেক পৌর মেয়র ফরিদ আহমেদ অলি, শাহজাহান মুরুব্বী, সমাজসেবক আব্দুল জব্বার তালুকদার মুরাদ, পৌর কাউন্সিলর খাইরুল আলমসহ শত শত ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। পরে সেনা বাহিনীর পক্ষ থেকে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে।