নবীগঞ্জ প্রতিনিধি ॥ তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মাধ্যমে অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে হেফাজতে ইসলাম ও আহলে সুন্নাতেওয়াল জামাতের মুসল্লিদের মধ্যে উত্তেজনা পরিস্থিতি সাময়িক নিরসন হয়েছে। তবে ক্ষোভ ও আলোচনার জোয়ার বইছে উপজেলার সর্বত্র। জানা যায়, বাংলাদেশ হেফাজতে ইসলাম নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের বালক স্কুল মাঠে একসভার আহবান করে আজ বৃহস্পতিবার। ঐ স্থান পরিবর্তন করে হযরত শাহ সদর উদ্দিন কোরেশী (রহঃ) হাফিজিয়া মাদরাসা পিটুয়া এর সন্নিকটে হেফাজতে ইসলামের সভা আহবান করা হয়। তবে ঐ দিন উক্ত মাদরাসা কমিটির ডাকে ঈদে মিলাদুন নবী উপলক্ষেও স্থানীয় আহলে সুন্নাতেওয়াল জামাতের মুসল্লিদের সমন্বয়ে আরেকটি সভার আহবান করা হয়। এক দিনে একই স্থানে দু’টি সভা আহবান করায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হক, নবীগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গোলাম মোহাম্মদ চৌধুরী শিহাব, সাবেক চেয়ারম্যান মতিউর রহমান চৌধুরী পেয়ারা, ৫নং আউশকান্দি ইউনিয়ের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামীলীগ সভাপতি দিলাওয়ার হোসেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি হাজী আলম উদ্দিন, হাজী আব্দুল রউফ, মাদরাসা কমিটির সহ-সভাপতি মুজিবুল হক চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, আওয়ামীলীগ নেতা এম এ মুকিত, জেলা তালামীযের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত রাসেল, ইউপি ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এম এ ছবুর, সৈয়দ লিয়াকত আলী, মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ ক্বারী সাজ্জাদুর রহমান আল হাসান সহ শত শত মুসল্লিগণ এর সমন্বয়ে সমঝোতা বৈঠকে গতকাল বিকেলে এর সাময়িক নিরসন ঘটে। তবে হেফাজতে ইসলামের আয়োজক কমিটির কর্মী ফজলু লন্ডনীকে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুশিয়ারী প্রদান কর হয়। ঐ স্থানে হেফাজতে ইসলামের সভা চলাকালে সাম্প্রদায়িক উস্কানীমূলক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রদান করলে আয়োজককারীদের বিরুদ্ধে আইন শৃংখলার বাহিনী তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। তবে উক্ত মাদরাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয় উপস্থিত সভায়। পরিশেষে মাদরাসা কমিটির উপস্থিত কর্তাদের অনুরোধে আজকের সভার তারিখ পরিবর্তন করা হয়। ইউপি আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান দিলাওয়র হোসেন হেফাজতে ইসলাম ও জামাত শিবির কোন বিশৃংখলা সৃষ্টি করবে না বলে তিনি দায়ভার নেন। তার সাথে একাত্বতা পোষণ করেন প্রশাসন সহ এলাকার লোকজন।