স্টাফ রিপোর্টার ॥ বাংলা সাহিত্যের খ্যাতিমান ইতিহাসবিদ, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, বহুগ্রন্থ প্রণেতা তরফরতœ সৈয়দ আব্দুল্লাহ বলেছেন, সাহিত্য মানুষকে সত্যবাদী করে, স্বপ্নচারী বানায় ও আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলে। এ জন্য সাহিত্য, সাংস্কৃতিক চর্চার প্রতি আমাদের মনযোগ দিতে হবে। সাহিত্য চর্চা মানুষকে নীতিবান করে। তাই আদর্শ সাংবাদিকতা ও সাহিত্য চর্চা এই মুহুর্তে খুব জরুরী। তরুণদের উদ্দেশ্যে বলেন, কলম হাতে সমাজে সত্যকে তুলে ধরতে এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার বাহুবল উপজেলা মিলনায়তনে হাতেখড়ি ও ১৫টি সাহিত্য সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত দিনব্যাপী সাহিত্য সাংবাদিকতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক ও কলামিষ্ট মুহাম্মদ যাইনুল আবেদীন, শিশু সাহিত্যিক ইয়াহইয়া ইউসুফ নদভী, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডট কম এর সিনিয়র সম্পাদক এনায়েত উল্লাহ, ঢাকা টাইমস২৪ ডট কমের বার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর। সকাল ১০ ঘটিকায় কর্মশালার উদ্বোধন করেন তরফ সাহিত্য পরিষদের সভাপতি ইতিহাস গবেষক তরফরতœ সৈয়দ আব্দুল্লাহ। বিকাল ৪টায় কর্মশালা শেষে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, তরফরতœ ফাউন্ডেশনের সভাপতি সোহেল আহমদ কুটি। নিজাম উদ্দিন মিসবাহ ও আবিদ রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, কওমী মাদরাসা জাতীয় শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মুসলেহ উদ্দিন রাজু, জামেয়া কাসিমুল উলুম বাহুবল এর সহকারী পরিচালক মাওঃ আজিজুর রহমান মানিক, হবিগঞ্জ সাংবাদিক ফোরাম সভাপতি রাসেল চৌধুরী, বাহুবল প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল মান্নান, হবিগঞ্জ অনলাইন অ্যক্টিভিটিস ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদ আহমদ, কবি ও উপন্যাসিক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ। কর্মশালায় হবিগঞ্জ জেলার শতাধিক তরুণ, কবি সাহিত্যিক ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।