স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর আলমপুরে পূর্ব বিরোধের জের ধরে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে ক্ষতবিক্ষত করে সর্বস্ব লুটে নিয়েছে একদল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার রাত ৮টায় এ ঘটনাটি ঘটে।
আহত ওই গ্রামের নুরাজ মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে আলমপুর ব্রীজের নিকট মুদি মালের ব্যবসা করতেন। ওই সময় একই গ্রামের মাষ্টর আলীর পুত্র আলমগীর আবু মিয়ার পুত্র ইকবাল, উজ্জল মিয়া, মহিদসহ একদল দুর্বুত্ত ধারালো অস্ত্র দিয়ে ওই সময় তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে এলোপাতারি ভাবে কুপিয়ে তাকে রক্তাক্ত করে। দোকানের মালামাল ভাংচুরসহ লুটপাট করে নিয়ে যায়। নুরাজের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এদিকে হাসপাতালে তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। বিষয়টি বানিয়াচং থানার ওসি মোঃ মোজাম্মেল হককে অবগত করা হয়েছে।