সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল গ্রেপ্তার ফিলিস্তিনীদের গণহত্যার প্রতিবাদে জেলা জাপা’র বিক্ষোভ-সমাবেশ যুক্তরাজ্যে নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্টির সভায় নবীগঞ্জে টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন ও ব্যবসায়ীবৃন্দের পরামর্শ সভা আজ পহেলা বৈশাখ বিতর্কিত টিকটকার ইব্রাহিম-মুক্তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় অভিযোগ ধরতে পুলিশের অভিযান নবীগঞ্জের কাজীগঞ্জবাজার-মার্কুলী সড়কে দুর্ভোগের যেনো শেষ নেই আজমিরীগঞ্জে দুই দলের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক আহত মাধবপুরে থানার ওসি’র জনসচেতনতা উঠান বৈঠক স্টেডিয়ামের অফিস সহায়ক সোহেলের ওপর আবারও হামলা

ক্বাবা শরিফের ছবির উপর মুর্তি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড ॥ নবীগঞ্জে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে উত্তেজনা, বিক্ষোভ ॥ রজত গ্রেফতার

  • আপডেট টাইম সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারের মুদি ব্যবসায়ী রজত রায় পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তির ছবি প্রতিস্থাপন করে ফেসবুকে আপলোড করায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। হাজার হাজার জনতা ইনাতগঞ্জ মধ্য বাজারে রজত রায়ের দোকানের সামনে অবস্থান নিয়ে রজতের ফাঁিসর দাবি জানায় এবং দফায় দফায় বিক্ষোভ মিছিল করে। এ সময় মিছিলকারীরা রজতের দোকান লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। স্থানীয় নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্ঠা করেন। বিক্ষোভকারীরা রজত রায়ের গ্রামে বাড়িতে গিয়েও ইটপাটকেল নিক্ষেপ করে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ রজত রায়কে গ্রেফতার করেছে। সে মধ্যসমত গ্রামের মৃত রন রায়ের পুত্র।
স্MMMM copy

FB Post- Arrest- Rojot copy

IMG-20170219-WA0006 copyথানীয় ইউপি চেয়ারম্যান বজলুর রশীদ এ ঘটনার আমি তীব্র নিন্দা জানিয়ে রজতের সর্বোচ্চ শাস্তিও দাবী জানাই। সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ জেহাদী বলেন, পবিত্র ক্বাবা শরীফের ছবির উপর মুর্তি রেখে রজত যে দৃষ্টতা দেখিয়েছে। এক জন মুসলমান হিসেবে কোন ভাবেই মেনে নেয়া যায়না। আমি তার সর্বোচ্চ শাস্তির দাবী জানাই। মোস্তফাপুর আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নুর বলেন, তার এমন শাস্তি আমি চাই যাতে ভবিষ্যতে অন্য কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে না পারে।
এদিকে ঘটনার খবর পেয়ে বিকেল ৫টার দিকে স্থানীয় হাজার হাজার লোকজন বিক্ষোভ মিছিল সহকারে ইনাতগঞ্জ বাজার প্রদক্ষিণ করে ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভায় মিলিত হয়। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র সাড়ে ৫টায় ইনাতগঞ্জ বাজারে ছুটে আসেন। এ সময় তিনি প্রতিবাদকারীদের উদ্দেশ্যে বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। ইতিমধ্যে রজতকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। আইনশৃংখলা পরিস্থিতি যাতে বিঘœ না ঘটে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান।
এদিকে সন্ধ্যার পর হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ফারুক হোসেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান রাসেল, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনার সাথে জড়িত রজত রায়কে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে গ্রেফতারকৃত রজত রায় থানায় সাংবাদিকদের জানায়, সে ৩ থেকে ৪ মাস ধরে ফেইসবুক ব্যবহার করছে। তার ফেইসবুকের পোষ্টটি ভুলবশত হয়েছে বলে দাবী করে রজত। সে এস.এস.সি পর্যন্ত লেখা পড়া করে। পরে ইনাতগঞ্জ বাজারে মুদি দোকান খুলে ব্যবসা করছে। মেট্রিক পাশ ছেলে অর্থাৎ সচেতন মানুষ হয়েও কিভাবে ভুলবশত পোষ্ট হলো, সাংবাদিকদের এমন প্রশ্নের কোন সঠিক জবাব দিতে পারেনি ধৃত রজত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com