নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলা নির্বাচনকে সামনে রেখে কোমড় বেধে মাঠে নেমেছেন প্রার্থীরা। বেড়ে গেছে ভোটারদের কদর। উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রি“তি দিচ্ছেন প্রার্থীরা। এ উপজেলায় ৩ জন চেয়ারম্যান, ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি করছেন। প্রার্থীরা হলেন, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত আবু তাহের, বিএনপি সমর্থিত সৈয়দ লিয়াকত হাসান, জামাল উদ্দিন কাওসার (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মশিউর রহমান চৌধুরী শুয়েব, বিএনপি সমর্থিত লুৎফুর রহমান, স্বপন সাওতাল (আওয়ামীলীগের বিদ্রোহী), কাজী আঃ খালেক (জামাত), আবিদা খাতুন (আওয়ামীলীগ), কাজী সাফিয়া আক্তার (বিএনপি) ও সুফিয়া মজুমদার (স্বতন্ত্র)। আওয়ামীলীগ থেকে আবু তাহের ও বিএনপি থেকে সৈয়দ লিয়াকত হাসানকে একক প্রার্থী করার পর সাংবাদিক শফিকুল ইসলাম লুতু, জেলা জামাতের আমীর মাওঃ মুখলেসুর রহমান ও খেলাফত মজলিশের মাওঃ আঃ করিম প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এর পর থেকে উপজেলা নির্বাচন নিয়ে নতুন করে হিসেব কষতে বসেছেন ভোটাররা। স্বাধীনতার পর থেকে চুনারুঘাট উপজেলায় একক ভাবে দায়িত্ব পালন করে গেছেন সাবেক সমাজ কল্যান মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। তিনি আওয়ামীলগের হয়ে এখানে সংসদ সদস্য হয়েছেন ৬ বার। মোস্তফা শহীদের হাতেই হয়েছে এখানকার উন্নয়ন। বর্তমানে আওয়ামীলীগের এডভোকেট মাহবুব আলী এখানকার সংসদ সদস্য। বিগত সময়ে নানা বিষয় নিয়ে আওয়ামীলীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে মত বিরোধ তৈরী হয়। ঘটে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা। উপজেলা নির্বাচনের তারিখ ঘোষনা হলে দলের হাই কমান্ড মত বিরোধ মেটাতে স্থানীয় নেতা-কর্মীদেরকে নিদের্শনা দিলে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে মাঠে নামেন উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ লিয়াকত হাসান। এর কয়েক দিন পর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে একক প্রার্থী ঘোষনা করা হয়। বিশ্লেষকদের ধারনা-চুনারুঘাটে ১৭ টি চা চাগানসহ মাইনরটি ভোটার মিলে আওয়ামীলীগের যে ‘রিজার্ভ ভোট’ রয়েছে তা কাষ্ট হলে আওয়ামীলীগ প্রার্থীর নিশ্চিত জয় হতো কিন্তু এটা যে এবারের নির্বাচনে এতো সহজ নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন নেতা-কর্মীরা। তারা বলছেন, হেফাজত, খেলাফত, জামাতের ভোটারা সে পথে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারে। কারন তারা ইতোমধ্যেই বিএনপিকে সমর্থন দিয়েছে। তাই নিশ্চিত করে বলা যাচ্ছেনা কে হাসবেন বিজয়ের শেষ হাসি। এরপরও আওয়ামীলীগ এবং বিএনপি’র প্রার্থী নিজ নিজ পক্ষে জয় ছিনিয়ে নিতে সর্বশক্তি নিয়োগ দিয়েছেন। উভয় প্রার্থীর বিশাল কর্মী বাহিনী এখন চষে বেড়াচ্ছেন পাড়া-মহল্লায়। চুনারুঘাটে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৫৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৮০টি। ভোট গ্রহন হবে ২৭ ফেব্র“য়ারী ।