প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচংয়ে বর্নাঢ্য সমারোহে শ্রী শ্রী কৃষ্ণ এর দুই দিন ব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু হয়েছে। গতকাল সকাল ১০টায় স্থানীয় বুড়া শিববাড়ী প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। বিশাল শোভাযাত্রায় অংশগ্রহণ করে শ্রী শ্রী গীতা সংঘ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম, শ্রী শ্রী জয়কালীবাড়ী কমিটি, শ্রী শ্রী বুড়া শিববাড়ী কমিটি, পার্থ সারথী পরিষদ, কৃষ্ণ মন্দির, হাজরাপাড়া শিব মন্দির, শ্যামা সংঘ প্রভৃতি সংগঠন। শোভাযাত্রায় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিয়তোষ রঞ্জন দেব, সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিপুল ভূষণ রায়, সাধারণ সম্পাদক কাজল চ্যাটার্জী, জয়কালীবাড়ী কমিটির সাধারণ সম্পাদক কালীপদ বিশ্বাস, রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যক্ষ স্বপন কুমার দাশ, গীতা সংঘের সভাপতি সুকুমার সূত্রধর, সাধারণ সম্পাদক অধীর সূত্রধর ও বুড়া শিববাড়ী কমিটির সভাপতি বাদল ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসমনি আচার্য, ডা. চন্দন বিশ্বাস, হিমেল কিশোর আচার্য, তারেশ গোপ, মদন মোহন চক্রবর্তী, সুপ্রিয় মোহন পাল, নিতাই দেব, মাষ্টার দিপক কুমার ঘোষ, মাষ্টার ভানু চন্দ্র চন্দ, টুকুন কুমার দেব, মাষ্টার নুপুর দেব, মাষ্টার দিপু গোপ, মাধব নাগ প্রমূখ। শত শত সনাতন ধর্মাবলম্বীর অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বুড়া শিববাড়ীতে গিয়ে মিলিত হয়। সেখানে সম্মিলিত গীতা পাঠের মাধ্যেমে দুই দিন ব্যাপী উৎসবের শুভ উদ্বোধন ঘোষনা করা হয়।