মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরের রতনপুরে শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে জামাতা। এ সময় জামাতা সাজুর অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন শ্বাশুড়িসহ চারজন। তাদেরকে আশংকাজনক অবস্থা সিলেট এমএজি উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিনগত শেষ রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক সাজু শায়েস্তাগঞ্জ থানার সোরাবই গ্রামের মস্তু মিয়ার পুত্র। হামলায় আহতরা হচ্ছে, কামাল মিয়ার স্ত্রী সাহেরা খাতুন (৪৩), মেয়ে নুরজাহান (২৫), নেক জাহান (১৮) ও ভাগিনা স্বপন মিয়া (১৯)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় ৩ বছর আগে শায়েস্তাগঞ্জ থানার সোরাবই গ্রামের মস্তু মিয়ার পুত্র সাজু মিয়ার সঙ্গে বিয়ে হয় রতনপুর গ্রামের কামাল মিয়ার মেয়ে নুরজাহানের। বিয়ের পর থেকে সাজু ও নুরজাহানের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। তবে উভয় পরিবারের চেষ্টায় এ সম্পর্ক আবারও জোড়া লাগে। কিন্তু পরে একই সমস্যা দেখা দিলে নুরজাহান প্রায় ২ বছর ধরে পিত্রলয়ে অবস্থান করতে থাকেন। শুক্রবার গভীর রাতে সাজু মিয়া সহযোগীদের নিয়ে সাজু শ্বশুর বাড়ি রতনপুরে যায়। রাতের আধারে ঘরের গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশের পর সবাই জেগে উঠে। এ সময় নেক জাহান দুলাভাই সাজুকে দুলাভাই বলে ডাক দিয়ে এগিয়ে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই সাজু সহ তার সাথে লোকজন ধারালো অস্ত্র দিয়ে ঘরের লোকজনকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। তাদের এলোপাতাড়ি আঘাতে শ্বশুর কামাল মিয়া ঘটনাস্থলেই মারা যায়। ঘরের লোকজনের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে সাজু তার সহযোগিদের নিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন সংকটাপন্ন অবস্থায় কামাল মিয়ার স্ত্রী আহত সাহেরা খাতুন, মেয়ে নুরজাহান, নেক জাহান ও ভাগিনা স্বপন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে। পরে আশংকাজনক অবস্থায় আহত ৪জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি তদন্ত সাজেদুল ইসলাম পলাশ জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সাজু মিয়াকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।