স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামে সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪টায় এ ঘটনাটি ঘটে। আহতরা জানায়, ওই গ্রামের শফিক মিয়ার সাথে তরিক উল্লার জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে শফিক মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (৩০) ও তরিকত উল্লার স্ত্রী শামছুন্নাহার (৫০) সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত লোকজন আহত হয়। গুরুতর আহত রাবিয়া ও শামছুন্নাহারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।