স্টাফ রিপোর্ট ॥ ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর বাদশা কোম্পানির গেইটের সামনে মাইক্রোবাসের চাপায় এজাহার মিয়া (৩০) নামে এক শ্রমিক আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সূত্রে জানা যায়, এহাজার মিয়া গেইটের পাশে দাড়িয়ে ছিলেন । এ সময় দ্রুতগতিতে আসা একটি ঢাকাগামী মাইক্রো তাকে চাপা দিলে রাস্তার পাশে ছিটকে আহত হয়।