স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শৈলজুড়া গ্রামে ডাকাত কামাল হত্যা মামলার আসামী ডাকাত সর্দার খেলু মিয়া (৩০) ও হবিগঞ্জ শহরের ইনাতাবাদ ও শ্যামলী এলাকার ডাকাতি মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের গডফাদার হেলাল মিয়া (৪০) কে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ কারাগার থেকে তাদেরকে সদর থানায় নিয়ে আসেন।
এসআই দৌস মোহাম্মদ ও পার্থ রঞ্জন জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করছে না পুলিশ। খেলু মিয়া শৈলজুড়া গ্রামের ডাকাত কামাল হত্যা মামলার আসামী। তাকে ৩ দিনের রিমান্ডে এনেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ছিল রিমান্ডের ১ম দিন। এ ছাড়া হেলাল মিয়াকে ১ দিনের রিমান্ডে আনে পুলিশ। সে ইনাতাবাদ ও শ্যামলী এলাকার ডাকাতি মামলার আসামী। পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।