রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

কাকে ভালোবাসবো? কেন ভালোবাসবো?

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৭৩৩ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ ‘ভালোবাসা’ পারস্পরিক বন্ধন দৃঢ় করে, মজবুত করে। ভালোবেসে মানুষ একে অপরের পাশে থাকে। বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়ে। তাই দুনিয়ার জীবনে পারস্পরিক ভালোবাসার গুরুত্ব অনেক। তবে, তথাকথিত অশ্লীল ও নোংরা ভালোবাসা কখনই সমর্থনযোগ্য নয়। ভালোবাসা কেবল আল্লাহর জন্যই হওয়া চাই। সামাজিক ও ধর্মীয় ব্যাপারে একে অপরকে ভালোবাসবো। বিপদে-আপদে তার পাশে থাকবো। ধর্মীয় অনুশাসনের ভেতরে থেকে জীবনকে উপভোগ করবো।
হাদিসে আছেÑ হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সা. বলেছেন, ‘আল্লাহ তায়ালা কিয়ামতের দিন বলবেন, ‘আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য পরস্পরকে যারা ভালোবেসেছিলো তারা কোথায়? আজকের দিন আমি তাদেরকে আমার (আরশের) ছায়ায় আশ্রয় দিবো, যেদিন আমার (আরশের) ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই।’ [মুসলিম ও রিয়াজুস সালেহিন : ৩৮২]
আমরা ভালোবাসবো বাবা-মাকে। স্বামী-স্ত্রীকে। সন্তানকে। ভাই-বোনকে। তারচে’ও বেশি ভালোবাসবো নবী মুহাম্মদ সা. কে। হজরত আনাস রা. বলেন, আল্লাহর রাসুল সা. বলেছেন, ‘যার মধ্যে তিনটি গুণ রয়েছে, সে ঈমানের স্বাদ অনুভব করবে। ১. তার কাছে অন্য সবার তুলনায় আল্লাহ ও রাসুল সা. প্রিয়তর হয়, ২. কাউকে ভালোবাসলে আল্লাহর জন্যই ভালোবাসে, ৩. আগুনে ফিরে যাওয়াকে যেমন অপ্রিয় জানে, কুফরিতে ফিরে যাওয়াকে তেমন অপ্রিয় মনে করে।’ [বুখারি : ১৬, মুসলিম : ৪৩]
কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য ভালোবাসা চাই। আবার কারও সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হলে তাও আল্লাহর জন্যই করা চাই। হজরত আবু হুরায়রা রা বলেন, রাসুল সা বলেছেন, ‘সাত শ্রেণির লোককে আল্লাহ তায়ালা তাঁর ছায়া দিবেন, যেদিন (বিচার দিবসে) তাঁর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ১. ন্যায়পরায়ণ শাসক, ২. সেই যুবক যে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, ৩. সে ব্যক্তি যার অন্তর সর্বদা মসজিদের সাথে সম্পৃক্ত থাকে, সেখান থেকে বের হয়ে আসার পর তথায় ফিরে না যাওয়া পর্যন্ত, ৪. এমন দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। আল্লাহর জন্য উভয়ে মিলিত হয় এবং তাঁর জন্যই পৃথক হয়ে যায়, ৫. এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে আর তাঁর চক্ষু অশ্র“ বিসর্জন দিতে থাকে, ৬. এমন ব্যক্তি যাকে কোনো সভ্রান্ত সুন্দরী নারী আহ্বান করে আর সে বলে আমি আল্লাহকে ভয় করি এবং ৭. সে ব্যক্তি যে গোপনে দান করে এমনকি তাঁর বাম হাত জানতে পারে না তাঁর ডান হাত কী দান করে।’ [বুখারি : ৬৬০, মুসলিম : ১০৩১]
দীনি কল্যাণের কারণে কাউকে ভালোবাসলে বা কাউকে ভালোলাগলেÑতাকে জানিয়ে দেয়া উচিত। হজরত আবু কারিম মিকদাদ ইবনে মাদীকারির রা. হতে বর্ণিত, নবী সা. বলেন, ‘যখন কোনো মানুষ তার ভাইকে ভালোবাসে, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে।’ [তিরমিজি, রিয়াজুস সালেহীন : ৩৮৮]। এতে করে সেই লোকও আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করবে। তখন পরস্পর বন্ধন আর দৃঢ় হবে, মজবুত হবে।
তবে আমি কাকে ভালোবাসছি, কার সঙ্গে বেশি সময় কাটাচ্ছিÑ এসব বিষয় গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কারণ, দুনিয়াতে আমি যাকে ভালোবাসবো, পরকালেও সে আমার সঙ্গী হবে। হাদিসে আছেÑ হজরত আবু মুসা রা. থেকে বর্ণিত, নবী সা বলেছেন, ‘মানুষ (দুনিয়াতে) যাকে ভালোবাসে (কিয়ামতে) সে তারই সাথী হবে।’ [রিয়াজুস সালেহিন : ৩৭২]। অতএব, বুঝে-শোনে ভালোবাসা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com