অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর নামক স্থানের রেল লাইনের উপরে ট্রাক উল্টে যায়। এতে ভীষণ যানজট সৃষ্ঠি হয়ও ঢাকা সিলেটের সাথে ২ ঘন্টা যাবত বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকে।
পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ভোর রাত্রি ৫টার দিকে ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় অলিপুর নামক স্থানের রেল লাইনের উপরে চঠের বস্তা বোঝাই ট্রাক (রাজ মেট্রো ট-১১-০৩২৪) উল্টে যায়। এতে চালক ও হেলপার আহত হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনের নেত্বেতে একদল পুলিশ ঘটনা স্থলে পৌছায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় দুই ঘন্টার চেষ্টায় যানচলাচল স্বাভাবিক হয়। আহতদের উদ্ধার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনায় পড়া ট্রাক রেলওয়ে পুলিশের হেপাজতে আছে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান।