প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ধান চাউল ব্যবাসায়ী সমিতিকে সংবর্ধনা প্রদান করেছে হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন। গত রবিবার বানিয়াচং রোডস্থ মেসার্স ফাইয়াজ অটো রাইছ মিল প্রাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়। হবিগঞ্জ জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের বানিয়াচং রোড, নবীগঞ্জ রোড ও খাদ্য গুদাম রোড আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল রউফ।
বানিয়াচং রোড, নবীগঞ্জ রোড ও খাদ্য গুদাম রোড আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ’র পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ, জেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফরিদ আহমেদ রাজু, সিনিয়র সহ-সভাপতি নারায়ন দাশ, এম এ ওয়াহিদ, সাধারণ সম্পাদক প্রদীপ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আহমেদ জামান খান শুভ, আঞ্চলিক কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুমন তরফদার। এতে সংবর্ধনা প্রদান করা হয়, হবিগঞ্জ ধান চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন আহমেদ, সহ-সভাপতি শংকর পাল, মোঃ আবুল হাসিম, সাধারণ সম্পাদক এম এ মোতালিব, সহ-সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান বাচ্চু, কোষাধ্যক্ষ অমিয় রায় এম এ মুসা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেথে তেলাওয়াত করেন মোঃ জামান খান শেখ ও শ্রী শ্রী গীতা পাঠ করেন প্রদীব বিশ্বাস।