নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার খনকারীপাড়া গ্রামে খনকারীপাড়া প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট (কচখ)-২০১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান চৌধুরী ফারছুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গফুর চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী সামছুল হুদা চৌধুরী বাচ্চু, কেন্দ্রীয় যুবলীগ নেতা মুকিত চৌধুরী, আব্দুল গাফ্ফার, আব্দুল কাদির মিয়া, নজির মিয়া, মোতাব্বির চৌধুরী, ফারুক মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শাহীন চৌধুরী, খালেদ চৌধুরী, সিরাজ মিয়া, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমেদ চৌধুরী রিপন, মুছা মিয়া চৌধুরী, রুহেল চৌধুরী, জিল্লুর রহমান শিপু, শাহ্ বুলবুল আলম চিশতি, জুয়েল আহমেদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, রাশেদ চৌধুরী। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা করেন আলী হোসেন রানা। ফাইনাল খেলায় আবাহানী স্পোটিং ক্লাব শাপলা স্পোটিং ক্লাবকে ৪ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।