প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়খুল হাদিস আল্লামা তাফাজ্জুল হকের সাথে জেলা ওলামা দলের সভাপতি ক্বারী মোঃ কবির হোসেনের নেতৃত্বে এক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টায় উমেদনগর জামেয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জামেয়া হুসাইনিয়া মীরপুর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা শফিকুল ইসলাম, আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল হক গোলগাওয়ী, হাফেজ মাওলানা মামুনুর রশিদ, জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা কাশেম বিল্লাহ নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান সাদী, মাওলানা নোমান কবির, সদর থানা ওলামা দলের আহবায়ক মাওলানা সাইদুর রহমান, পৌর শাখার সভাপতি মৌলভী নুরুল হক, সদর থানার যুগ্ম আহবায়ক মাওলানা নুরুল হক, জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ বশির আহমদ, হাফেজ জালাল উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজুর রহমান খান, মাওলানা জাকারিয়া, মাওলানা জাহেদ, হাফেজ শাহিন, মৌলভী ওসমান, মাওলানা ইয়াকুত, মাওলানা উবায়দুল্লাহ, মাওলানা মোঃ এনায়েত উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম প্রমূখ। মতবিনিময় শেষে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।