স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কে করাব এলাকায় মোটরসাইকেল-সিএনজি অটোরিকশা ও টমটমের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। আহত সুত্রে জানা যায়, হবিগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাও টমটমের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল আরোহীসহ ৫ জন আহত হয়। এর মাঝে মস্তু মিয়া (৩০), আশিকুর রহমান (৩৫) ও মমিন মিয়া (২৫) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশংকাজনক হলে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।