চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ঐত্যিবাহী আমুরোড হাই স্কুল এন্ড কলেজের ২ দিন ব্যাপী ৫০ বছর পূর্তি অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। গতকাল শনিবার সারাদিন ব্যাপী অনুষ্ঠানে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের স্মৃতি চারণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। বিকাল ৪টায় স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রাক্তণ ছাত্র ও উদযাপন কমিটির আহ্বায়ক মাসুদ আহমেদের সভাপতিত্বে ও আব্দুল হাই প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি এডঃ মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, আহাম্মদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, অধ্যক্ষ আলাউদ্দিন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমীরুজ্জামান, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রহমান আজাদ, চুনারুঘাট রিপোটার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সৌদি আরবের বিশিষ্ট ব্যবাসয়ী মোহাম্মদ আলী, ইউপি সদস্য আব্দুর রউফ, ফুল মিয়া, প্রভাষক আবু নাসের, আজগর আলী মাষ্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি তাহির মিয়া মহালদার, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, ধামালির সভাপতি এডঃ মোস্তাক আহাম্মদ, আহাম্মদাবাদ ইউনিয়েনের মেম্বার শফিকুর রহমান সাফু, ইঞ্জিনিয়ার আবুল কালাম ও চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন প্রমুখ। অন্যান্যদের বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, উদযাপন কমিটি সদস্য মিজানুুর রহমান বাবুল, সেনা সদস্য ফজল মিয়া, স্বপন আহমেদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী রইছ উল্লা, মিরাশী ইউপি আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুস সামাদ আজাদ, উপজেলা কৃষকলীগের সেক্রেটারী মুজিবুর রহমানসহ স্কুলের শিক্ষক/শিক্ষার্থীসহ আরোও অনেকই। আলোচনা শেষে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে মধ্যে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সমাপ্ত হয়। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষানুরাগী দাতা সদ্য সৌদি প্রবাসী মোহাম্মদ আলী ১ লাখ টাকা অনুদান ও ইউপি মেম্বার সফিকুর রহমান সাফু নগদ ২০ হাজার অনুদান প্রদান করেন।