নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ কলেজের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করায় কলেজর পক্ষ থেকে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুরে কলেজ প্রাঙ্গনে এক অনাড়ম্বর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ গোলাম হোসেন আজাদ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক জাকির হোসেন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মাহমুদ চৌধুরী, খলিলুর রহমান দুদু, ওয়াহিদুজ্জামান মাসুদ, ইয়াওর আলী শিকদার, আলতাফ উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সফর আলী। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু নবীগঞ্জ কলেজের খেলার মাঠ সংস্কারের জন্য ১ লাখ টাকা অনুদান ঘোষণা দেন। সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে নবীগঞ্জ কলেজের নব-নির্মিত লাইব্রেরী ভবন ও স্কুল ভবনের উদ্বোধন করেন এমপি মুনিম চৌধুরী বাবু।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি উপজেলায় একটি কলেজ সরকারীকরণের প্রতিশ্র“তি বাস্তবায়নের অংশ হিসেবে নবীগঞ্জ উপজেলায় একমাত্র নবীগঞ্জ কলেজকে সরকারীকরনে অভিপ্রায় পত্র দেন এমপি মুনিম চৌধুরী বাবু। যা প্রক্রিয়াধীন রয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কলেজ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও অতিথি শিল্পীগণ গান পরিবেশন করেন।