চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা নির্বাচনে দাখিলকৃত সকল প্রার্থীর মনোনয়ন বৈধ বলে ঘোষনা দিয়েছে নির্বাচন কমিশন। মঙ্গলবার জেলা রিটার্নিং অফিসার ৩ জন চেয়ারম্যান, ৪ জন পুরুষ ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাচাই শেষে বৈধ ঘোষনা করেন। প্রার্থীগণ হলেন, চেয়ারম্যান পদে আবু তাহের (আওয়ামীলীগ), সৈয়দ লিয়াকত হাসান (বিএনপি), জামাল উদ্দিন কাওসার (স্বতন্ত্র), ভাইস চেয়ারম্যান পদে যথাক্রমে মশিউর রহমান চৌধুরী শুয়েব, লুৎফুর রহমান, স্বপন সাওতাল, কাজী আঃ খালেক, আবিদা খাতুন, কাজী সাফিয়া আক্তার ও সুফিয়া মজুমদার।