স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আলাপুর গ্রামে নব-প্রতিষ্ঠিত নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ঠ সমাজ সেবক সালাউদ্দিন তাহির আলী। শিক্ষিকা জহুরা খাতুন জুলেখার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যস্থ চুনারুঘাট সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী গাজীউর রহমান গাজী। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, যুক্তরাজ্যস্থ শায়েস্তাগঞ্জ সমিতির সভাপতি এডঃ মীর
গোলাম মোস্তফা, এডঃ তাজ উদ্দিন সুফি, সুরবিতান ললিতকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোঃ আবুল ফজল, নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী যথাক্রমে মার্জিয়া আলী, ফরিদা ইয়াসমিন, এডঃ তামান্না আলী, ইলিয়াস আলী, ওয়াসিমুল ইসলাম, যুক্তরাজ্যস্থ চুনারুঘাট সমিতির সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আফজাল খান, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ খান, যুক্তরাজ্য প্রবাসী ওয়াহিদুল হক, প্রভাষক জালাল উদ্দিন রুমী, বিদ্যালয়ের সহ-সভাপতি আতাউর রহমান খান, নজীবুর রহমান খান মামুন, কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন কাজল, তৈয়ব আলী, বকুল মিয়া, মামুন মিয়া, বিদ্যালয়ের শিক্ষক মোঃ রুবেল মিয়া, মোঃ আসাদুজ্জামান রাসেল, লাইজু আক্তার প্রমুখ। সভায় উপস্থিত অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সভায় প্রধান অতিথি গাজীউর রহমান গাজী বিদ্যালয়ের উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। এছাড়া যুক্তরাজ্য প্রবাসী জালাল আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী আফজাল খান, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ খানও বিদ্যালয়ের উন্নয়নে অনুদান প্রদানের ঘোষণা দেন।
সভায় অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানে বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। সভায় বিদ্যালয় প্রতিষ্ঠাতা সালাউদ্দিন তাহির আলী সকল ছাত্রীকে স্কুল ড্রেস, তার স্ত্রী মার্জিয়া আলী ও বোন ফরিদা ইয়াসমিন শিক্ষা উপকরণ, মেয়ে এডঃ তামান্না আলী একটি লেপটপ প্রদান করেন।
উল্লেখ্য, ইংল্যান্ড প্রবাসী বিশিষ্ঠ সমাজ সেবক সালাউদ্দিন তাহির আলী তার মায়ের নামে নুরুন্নেছা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্টা করেন। ২০১৬ সনের মার্চ মাসে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। চলতি বছরে ৮০ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।