স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের সবার প্রিয় সিনিয়র শিক্ষক (অবঃ) ওমর আলী স্যার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। এর আগে সকাল ৮টার দিকে বিদ্যালয় কোয়ার্টারের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে নেয়া হয় হাসপাতালে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
বৃহস্পতিবার বাদ যোহর শাহজীবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের ১ম জানাযা ও বাদ আসর উপজেলার জগদীশপুর গ্রামে ২য় জানাযা শেষে সবার প্রিয় সিনিয়র শিক্ষক ওমর আলী স্যারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রিয় শিক্ষকের অকাল মৃত্যুতে মাধবপুর, শাহজী বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমেদ, ফতেহগাজী স্পোটিং ক্লাব, ইয়ুথ্য সোস্যাল অর্গানাইজেশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।