প্রেস বিজ্ঞপ্তি ॥ চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি হওয়ায় চুনারুঘাট থানায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট থানা হল রুমে বাংলাদেশ পুলিশ চুনারুঘাট থানার উদ্যোগে মনোমুগ্ধকর আয়োজনের মধ্যে দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী এএসপি এমএস রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট থানার সাবেক ওসি ও সিলেট মেট্রোপলিটন পুলিশের নবাগত এএসপি অমূল্য কুমার চৌধুরী, চুনারুঘাট পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, চুনারুঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াছিনুল হক, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম, সেকেন্ড অফিসার ওমর ফারুক, বাহুবল থানার ওসি মনিরুজ্জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, ধামালি সভাপতি এডঃ মোস্তাক আহাম্মদ, সাধারণ সম্পাদক মামুন তালুকদার, চুনারুঘাট উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, হবিগঞ্জ প্রতিদিন.কমের সম্পাদক এস.আর রুবেল, বানিয়াচং থানার সেকেন্ড অফিসার মোঃ ওমর ফারুক, চুনারুঘাট থানার এসআই সুমন, এএসআই দেলোয়ার হোসেন। সংবর্ধনা শেষে এক মনোমগ্ধকর সাংস্কৃতি সন্ধ্যায় শিল্পী প্রাণকৃষ্ণ কুমার সহ পুলিশ পরিবারের সন্তানরা গান পরিবেশন এবং প্রতিভোজের আয়োজন করা হয়।