স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে যৌন হয়রানীর দায়ে এক ব্যক্তিকে ১বছরের জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালত। দণ্ডিত ব্যক্তির নাম ইসরাইল মিয়া (৩৫)। তিনি বামৈ ইউনিয়নের ভাদিকারা গ্রামের আরজু মিয়ার পুত্র। গতকাল বুধবার বিকালে লাখাই উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হুসাইনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর আগে লাখাই থানা পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি সম্প্রতি এক নারীকে যৌন হয়রানি করে। ওই নারীর পক্ষ থেকে অভিযোগ করায় তাকে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।