নবীগঞ্জ প্রতিনিধি ॥ “সাহায্যের হাত বাড়িয়ে দিন, মানব সেবায় অংশ নিন” এ শ্লোগানকে সামনে রেখে দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে‘র উদ্যোগে দিনারপুর পরগনাবাসির সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় ঐতিহ্যবাহী দিনারপুর পরগনার প্রবীন মুরুব্বিয়ানসহ বিভিন্ন শ্রেনীপেশার শতাধিক লোক অংশ গ্রহন করেন। যুক্তরাজ্যে বসবাসরত দিনারপুর পরগনার কমিউনিটি ব্যক্তিবর্গ ও যুবকদের সমন্বয়ে গঠিত শিক্ষা, স্বাস্থ্য ও সেবা মুলক সংগঠনটির সেবা মূলক কার্যক্রমকে গতিশীল করার জন্য মতবিনিময় সভায় সকলের সহযোগীতা কামনা করা হয়।
পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমানের সভাপতিত্বে ও দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের সাধারণ সম্পাদক মিলাদুর রহমান এবং প্রভাষক মোশারফ মিটুর যৌথ পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী মোঃ সামছু উদ্দিন আহমেদ এমবিই, জেলা আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ মিলাদ গাজী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ আঃ হাই, কমিউনিটি লিডার প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, দিনাপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের সভাপতি আব্দুল নাসের ওয়াহাব, দেবপাড়া ইউপি চেয়ারম্যান এডঃ জাবেদ আলী, ইলিয়াছ মিয়া, পানিউমদা রাগিব রাবেয়া কলেজের অধ্যক্ষ এনামুল হক, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরাপদ গোস্বামী। দিনারপুর ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের নেতৃবৃন্দের মধ্য বক্তব্য রাখেন মাওঃ আঃ ছুবহান, কাপ্তান মিয়া, দুরুদ মিয়া, মাসুদ মিয়া, আব্দাল মিয়া, আঃ আহাদ, শাহাজান চৌধুরী প্রমূখ। উপস্থিত ছিলেন দিনারপুর কলেজের দাতা সদস্য আলহাজ্ব মনছুর আলী খানঁ, বড়লেখা উপজেলার সাবরেজিষ্টার আঃ করিম দলা মিয়া, উপজেলা মুক্তিযাদ্ধা কমান্ডার নূর উদ্দিন (বীর প্রতিক), সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাপ, শাহনেয়াজ, আঃ মুহিত চৌধুরী, ডাঃ শাহ্ আবুল খয়ের, সফিউল আলম, সাদিকুর রহমানসহ দিনারপুর পরগনার গন্যমান্য ব্যাক্তিবর্গ। দিনারপুর ওয়েলফেয়ার অর্গাইনাইজেশন ইউকের নেতৃবৃন্দ বক্তব্যে দিনারপুরের শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।