স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক বলেছেন, ‘বন্দুকের বিরুদ্ধে কলমের লড়াই চলবেই অবিরাম। হামলা-মামলা করে কলম সৈনিকদের দমানো যাবেনা। এক শিমুল হারিয়ে গেলেও দেশের আনাচে-কানাচে হাজারও শিমুল তৈরি হচ্ছে। অমানিষার অন্ধকার কেটে একদিন ভোরের আলো ফুটবেই’। দৈনিক সমকালের সাহসী সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের খুনী মেয়রের ফাঁসির দাবীতে মিরপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। গতকাল বুধবার দুপুরে বাহুবল উপজেলার মিরপুর চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদার এলাহী সাজুর পরিচালনায় মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী, দৈনিক ভোরের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার অভিজিৎ ভট্রাচার্য্য, মিরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী শিকদার, মিরপুর ব্যক্সের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী, অধ্যক্ষ হাফিজুর রহমান মাসুক, আব্দাল মিয়া, মোঃ নাজন মিয়া, মোঃ ফরিদ আহমেদ।
বক্তব্য রাখেন, আব্দুল হান্নান নানু, করাঙ্গী নিউজ সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম, মোঃ মামুন চৌধুরী, আব্দুল কাদির চৌধুরী বাবুল, হাবিবুর রহমান।
উপস্থিত ছিলেন, মাস্টার রওশন আলী, মোঃ সমুজ আলী রানা, জনাব আলী, এসএ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ সেলিম, দেবাশীষ চক্রবর্তী, মোঃ কদর আলী, নুর উদ্দিন সুমন, এম সাইফুর রহমান, শেখ আনিছুর রহমান, আবুল কাশেম, জুবায়ের আহমেদ, মামুন মওলা, এনামুল হক, কমল কুমার প্রেম প্রমূখ।