প্রেস বিজ্ঞপ্তি ॥ সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডঃ আব্দুল মজিদ খানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন নব-নির্বাচিত জেলা কাজী সমিতির নেতৃত্বে। গতকাল রাতে সংসদ সদস্যের বাসভবনে তারা এ শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন, নব নির্বাচিত সভাপতি কাজী মাওঃ মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কাজী মাওঃ আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওঃ মোঃ আব্দুস সালাম, কাজী মাওঃ মোঃ ফজলুর রহমান, কাজী মাওঃ সামছুল আলম, কাজী মাওঃ জিয়াউর রহমান, কাজী মাওঃ দেলোয়ার হোসেন, কাজী মাওঃ মনিরুজ্জামান, কাজী মাওঃ এমএ খালেক, কাজী মাওঃ মকসুদ আলী, কাজী মাওঃ ওসমান গণি, কাজী মাওঃ আব্দুল হক প্রমুখ। এ সময় সংসদ সদস্য নির্বাচিত কাজী সমিতির নেতৃবৃন্দ সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বাল্য বিয়ে প্রতিরোধের বিষয়ে সজাগ থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।