স্টাফ রিপোর্টার ॥ অলিপুর প্রাণ কোম্পানীর এক কিশোরী শ্রমিককে ধর্ষণ করে পালিয়েছে একই কোম্পানীর এক লম্পট শ্রমিক। তিন দিন আগে রহস্যজনকভাবে কোম্পানীর কাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় ওই কিশোরী। সোমবার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকা থেকে তাকে খোঁজে পায় তার পরিবারের সদস্যরা। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় ওই কিশোরী তার মাকে জানায় সে নির্যাতনের শিকার হয়েছে। ধর্ষণের শিকার কিশোরীর মা সদর উপজেলার শৈলজুড়া গ্রামের আলেমা খাতুন জানান, তার কন্যা অলিপুরে প্রাণ কোম্পানীতে শ্রমিকের কাজ করতো। কোম্পানীতে আসা যাওয়ার পথে তাকে প্রায়ই উত্যক্ত করতো পার্শ্ববর্তী ভাদগুড়ি গ্রামের ছাবু মিয়ার পুত্র ফরহাদ (২৫)। এতে তার কন্যা সায় না দিলে সে তাকে অপহরণের ফন্দি ফিকির করতে থাকে। এক পর্যায়ে গত শুক্রবার বিকালে বাড়ি ফেরার পথে রহস্যজনক কারণে নিখোঁজ হয়ে যায় তার কন্যা। বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি করে সন্ধান না পাওয়ায় ফরহাদের বাড়িতে খবর নেন আলেমা বেগম। এ সময় তিনি জানতে পারেন লম্পট ফরহাদও তিনদিন ধরে নিখোঁজ রয়েছে। এতে উদ্বীগ্ন হয়ে পড়েন আলেমা খাতুন। এক পর্যায়ে সোমবার বাহুবলে এক আত্মীয়ের বাড়িতে কন্যার খোঁজে যাবার পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় তিনি তার কন্যাকে অপ্রকৃতিগ্রস্থ অবস্থায় দেখতে পান। এক পর্যায়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। মঙ্গলবার কিশোরীর ডাক্তারী পরীক্ষার কথা রয়েছে। এ ব্যাপারে ডাক্তার রাজিব কুমার জানান, জরুরী বিভাগের খাতায় ধর্ষণের কথা উল্লেখ করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার রিপোর্টের পর মূল বিষয় জানা সম্ভব হবে।