নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার পৌর এলাকার গয়াহরি গ্রামে এক সাধারন সভা অনুষ্টিত হয়। পন্ডিত প্রবর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে এবং এডঃ জ্যোতিষ রঞ্জন দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথা নন্দজী মহারাজ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের মহারাজ স্বামী কৃপারুপানন্দজী মহারাজ, উত্তরা ব্যাংকের সাবেক জি এম নীরেশ রঞ্জন দাশ, শিক্ষাবিদ অজিত কুমার পাল, বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার ডিজি এম বিনয় ভূষন দাশ, বিআরডিবির সাবেক উপ-পরিচালক নীলেন্দু পাল। সভায় ২০১৭-২০১৯ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি অধ্যাপক যতিন্দ্র চন্দ্র দাশ সামন্ত, সহ-সভাপতি সুধা রঞ্জন দাশ, অশোক তরু দাস, পিযূষ কান্তি ঘোষ রানা, সাধারন সম্পাদক ডাঃ জগদীশ দাশ, যুগ্ম সম্পাদক উৎপল চৌধুরী পান্না, নানু দাশ, অর্থ সম্পাদক মৃদুল কান্তি রায়, সহ-অর্থ সম্পাদক গৌতম দে রিপন, কথামৃত পাঠ সম্পাদক নারায়ন দাশ, সহ-কথামৃত পাঠ সম্পাদক সুভাষ দাশ, উৎসব বিষয়ক সম্পাদক পরেশ রায়, সহ-উৎসব বিষয়ক সম্পাদক লিটন চন্দ্র রায়, রামকৃষ্ণ ভাবধারা প্রচার সম্পাদক নিতাই আচার্য্য, উদ্বোধন ও সাহিত্য সম্পাদক লিটন দেবনাথ, সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমার রায়। সম্মানিত সদস্যরা হলেন সমর দাশ (সাবেক চেয়ারম্যান), ননী গোপাল দাশ, পরিন্দ্র দাশ, শৈলেন্দ্র দাশ গুপ্ত, সুভাষ চৌধুরী, প্রমথ চক্রবর্ত্তী বেনু, আশিষ চৌধুরী, সমীরন দাশ, রতন পাল।