মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সাংবাদিককে তথ্য না দেয়ায় বানিয়াচং উপজেলা মৎস্য অফিসার ড. মাকসুদুল হক ভূইয়াকে তথ্য কমিশনের কড়া হুশিয়ারী। ৭ দিনের মধ্যে তথ্য প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। বানিয়াচং প্রেসক্লাব সেক্রেটারী সাংবাদিক ইমদাদুল হোসেন খান উপজেলা মৎস্য অফিসার ড. মাকসুদুল হক ভূইয়ার বরাবরে তথ্য অধিকার ২০০৯ এর আলোকে ২০১৫-২০১৬ অর্থ বছরে বানিয়াচং উপজেলা মৎস্য অফিসের জন্য কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে এবং বরাদ্দকৃত টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে এসবের তথ্য চেয়ে গত ৭ সেপ্টেম্বর/১৬ তারিখে লিখিত আবেদন করেন। যথা সময়ে তথ্য না পাওয়ায় জেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ এনামুল হক এর কাছে গত ১৯ অক্টোরবর লিখিত আপিল আবেদন করেন। জেলা মৎস্য কর্মকর্তা আবেদন এর প্রেক্ষিতে তথ্য অধিকার আইনের আলোকে সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে তথ্য দেয়ার জন্য গত ৩১ অক্টোবর লিখিতভাবে উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুল হক ভূইয়াকে নির্দেশ প্রদান করেন। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পরও তথ্য না দেয়ায় আবারও তথ্য কমিশনের নির্ধারিত ফরমে তথ্য চেয়ে গত ৬ নভেম্বর উপজেলা মৎস্য অফিসার বরাবর আবেদন করা হয়। তাতেও মৎস্য কর্মকর্তার কোন সাড়া না পাওয়ায় ৬ ডিসেম্বর জেলা মৎস্য কর্মকর্তার বরাবরে আপিল কর্তৃপক্ষ হিসেবে আবদেন করা হয়।
উল্লেখিত সময়ের ভিতরে উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুল হক ভূইয়া তথ্য না দেয়ায় ২১ ডিসেম্বর প্রধান তথ্য কমিশানর বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়। কমিশন অভিযোগটি মামলা হিসেবে গ্রহন করে (মামলা নং ৪৪১৭/১৬) এ অভিযোগের প্রেক্ষিতে গত ৯ জানুয়ারী উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুল হক ভূইয়াকে কমিশনে হাজির হওয়ার জন্য তলব করে সমন জারি করা হয়। কমিশন এ বিষয়ে শুনানীর জন্য ৫ ফেব্র“য়ারী রবিবার দিন ধার্য্য করে। গতকাল বিকাল সাড়ে ৪টায় বাদী-বিবাদীর উপস্থিতিতে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানসহ তথ্য কমিশানর অধ্যাপিকা খুরশীদা বেগম সাঈদ এবং তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার শুনানী গ্রহন করেন। শুনানীকালে তথ্য কশিনার নেপাল চন্দ্র সরকার বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ দেয়ার পরও উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুল হক ভূইয়া তথ্য প্রদান না করে যে অন্যায় করেছেন এ জন্য তার শাস্তি হওয়া উচিত বলে মত প্রকাশ করেন। পরে মাকসুদুল হক ভূইয়া স্টাফ স্বল্পতার কারনে যথা সময়ে তথ্য দেয়া সম্ভব হয়নি বলে জোর হাতে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে সাথে নেয়া আংশিক তথ্য কমিশনে জমা দেন। এ সময় প্রধান তথ্য কমিশনার এ তথ্য গুলো বাদী ইমদাদুল হোসেন খানকে দেখালে তিনি বলেন, মৎস্য কর্মকর্তা ড. মাকসুদুল হক ভূইয়া যে তথ্য গুলো জমা দিয়েছেন তা পূর্ণাঙ্গ নয়। এ তথ্যের মধ্যে তিনি অনেক তথ্য গোপন করেছেন বলে কমিশনকে বুঝাতে সক্ষম হন। শুনানী শেষে প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান উপজেলা মৎস্য অফিসার ড. মাকসুদুল হক ভূইয়াকে তথ্য না দেয়ায় তিরস্বকার করে আগামী ৭ দিনের মধ্যে তথ্য প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন অন্যতায় কঠিন শাস্তি প্রদান করা হবে বলে কড়া হুশিয়ার করে দেন।