স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে এমপি আবু জাহির গোল্ডকাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় আর.ডি.হল মাঠে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন টুর্ণামেন্টের পৃষ্টপোষক এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
প্রাক্তণ খোলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি এডঃ পূন্যব্রত চৌধুরী বিভূ’র সভাপতিত্বে ও হবিগঞ্জ ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট ছগীর আহমেদ সাজ্জাদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন কলি।
সভায় বক্তব্য রাখেন এমপি আবু জাহির গোল্ডকাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফনীভূষণ দাশ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবদুল মোতালিব মমরাজ, ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি বাদল রায়। খেলা পরিচালনা করেন ব্যাডমিন্টন ক্লাবের সহ-সভাপতি সন্তোষ দেবনাথ। খেলায় ৩২টি টিম অংশগ্রহন করবে। চ্যাম্পিয়ান দল একটি গোল্ডকাপ ও রানার্সআপ দল একটি ২১ ইঞ্চি রঙিন টেলিভিশন পাবে।