প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ায় মোঃ নাজমুল হাসানকে সংবর্ধনা দিয়েছে আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগ। শুক্রবার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা মাঠে আয়োজিত সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম। বিশেষ অতিথি ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহ উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী। বিশেষ বক্তা ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল কদ্দুছ সেন। পরিচালনায় ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবলু রায় ও মমিনুর রহমান সজিব। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, আমজাদ আলী তালুকদার, এম এ কাদির সামছু, আছকির মিয়া, মনোয়ার আলী, মঞ্জু কান্তি রায়, জেলা যুবলীগের সহ-সভাপতি ও পৈলারকান্দি ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবলীগ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, আজমিরীগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামীম আহমেদ। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা রন্টু পুরকায়স্থ, সহ-সভাপতি শওকত আকবর সোহেল, আব্দুর রউফ মাসুক, গৌতম রায়, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মোতাহের হোসেন রিজু, প্রচার সম্পাদক এম এ হাকিম, উপ-প্রচার সম্পাদক আলম মিয়া, শাহরিয়া সুমন, ফারুক মিয়া, উপজেলা যুবলীগ নেতা কামাল আহমেদ, আশুতোষ হোম, লুৎফুর রহমান, রায়হান হোসেন, সৌরজিত রায়, লাউছ মিয়া, কবির মিয়া, রোহান মিয়া, নিরঞ্জন বাবু, জনি রায়, সমির রায়, সুমন রায়, আলমাছ মিয়া, সঞ্জিত রায়, জয়নাল হাজারী, রাসেল মিয়া, হাবুল মিয়া, মোশাহিদ মিয়া, সেলিম মিয়া, ফয়েজ আহমেদ, শিবলু মিয়া, সুজাত মিয়া প্রমুখ। সংবর্ধনা সভায় প্রধান অতিথি এডঃ আব্দুল মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। নেত্রীর হাতকে শক্তিশালী করতে যুবলীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে কাজ করে যেতে হবে। প্রধান বক্তা যুবলীগ সভাপতি মোঃ আতাউর রহমান সেলিম বলেন, দেশের কল্যাণে সন্ত্রাস ও নৈরাজ্য পরিহার করে যুবলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকবে। একে অপরের সমালোচনা না করে সবাই মিলে সন্ত্রাস ও জঙ্গীবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।