স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা কাজী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে কাজী মোঃ আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক পদে কাজী আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার হবিগঞ্জ জেলা কাজী সমিতির (২০১৭-২০১৯) নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে হবিগঞ্জ জেলার আট উপজেলার মোট ৮৮ জন ভোটারের মধ্যে ৮৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে সভাপতি পদে মোঃ আব্দুল জলিল সর্বোচ্চ ৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহ মহিউদ্দিন নুরী পেয়েছেন ২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল মান্নান ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ নজমুল হোসেন পেয়েছেন ৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আব্দুস সালাম ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল করিম পেয়েছেন ৩৩ ভোট। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওঃ আব্দুল কাইয়ূম। এপিপি মোঃ হাবিবুর রহমান খান এবং শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রিজাইডিং অফিসার ইঞ্জিনিয়ার রিয়াদ আহমেদ।