প্রেস বিজ্ঞপ্তি ॥ পৌরসভার কর্মকান্ডে জনগনের অংশগ্রহণ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষে হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে নগর সমন্বয় কমিটি (টিএলসিসি)’র ত্রৈমাসিক সভা। মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত এ টিএলসিসি’র সদস্যরা উপস্থিত ছিলেন। বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটির সদস্যরা হবিগঞ্জ পৌরসভার বর্তমান কর্মকান্ড ও ভবিষ্যত কর্মপরিকল্পনা প্রণয়নে বিভিন্ন প্রস্তাবনা, মতামত, পরামর্শ এবং সমস্যা ও সমাধানের উপায় নিয়ে মতবিনিময় করেন। আলোচনায় উঠে আসে পানিষ্কাশনের নিমিত্তে ড্রেনেজ ব্যবস্থার বাস্তবায়ন, শহরের যানজট নিরসন, শিশুদের বিনোদনের জন্য পার্ক নির্মান, মশক নিধন, বিদ্যুত ব্যবস্থাপনা, স্বাস্থ্য পরিচর্যা, অবৈধ স্থাপনা অপসারন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয়াদি। এছাড়াও পৌরকর পরিশোধে নাগরিক সচেতনতা, ট্রেড লাইসেন্স, গৃহ নির্মানে বিল্ডি কোড অনুসরনসহ অন্যান্য বিষয়ে জনগনের সচেতনতা ও অংশগ্রহনে উদ্বুদ্ধকরন বিষয়ে নানা মতামত উঠে আসে ত্রৈমাসিক সভায়।
সভায় বক্তব্য রাখেন প্রফেসার ইকরামূল ওয়াদুদ, শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ জমির আলী, লেখক জাহান আরা আফছর, রাজনৈতিক নেতা শফিকুর রহমান ফারছু, বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুর রহমান বাবুল, মোঃ হিরাজ মিয়া, সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, রোটারিয়ান ফনীভুষন দাস, এডঃ ফাতেমা ইয়াসমিন, পৌরসভার কাউন্সিলর পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, দিলীপ দাস, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নুর হোসেন, আব্দুল আওয়াল মজনু, মোঃ আলমগীর, মাহবুবুল হক হেলাল, পৌরসভার সচিব নুর আজম শরীফ, উইপিপিআরপি’র টাউন ম্যানেজার মোঃ শফিউল্লাহসহ টিএলসিসি’র অন্যান্য সদস্যরা।