প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘পরিবর্তন চাই’ এর উদ্যোগে ভল্যান্টিয়ার অ্যাকশন হবিগঞ্জের আয়োজনে ‘দেশটাকে পরিষ্কার করি দিবস ২০১৭’ পালন করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় নিমতলা প্রাঙ্গণ থেকে টাউনহল পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করে খোয়াই থিয়েটার নাট্যভাস্কর পর্ষদ, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাব, তারুণ্য সোসাইটি, সন্ধান হবিগঞ্জ, স্বপ্নযাত্রা সোসাইটি, অভিযাত্রী সহ বিভিন্ন সংগঠনের শতাধিক কর্মী। অনুষ্ঠানের শুরুতেই সকাল ১১টা ৩০মিনিটে নিমতলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমদ। পরিচ্ছন্নতা অভিযান শেষে অংশগ্রহণ প্রত্যয়নপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম।
ভল্যান্টিয়ার অ্যাকশন হবিগঞ্জের সভাপতি আরিফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম, সদর থানার এস আই রকিবুল হাসান, পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান তরুণ, জেলা ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম, মাসুম বিল্লাহ, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক খলিলুর রহমান ইভান, খোয়াই থিয়েটারের দপ্তর সম্পাদক শেখ উসমান গনি রুমী, আইডিয়াল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান তরপদার, সন্ধান হবিগঞ্জের সভাপতি মাহবুবুর রহমান হাসান, স্বপ্নযাত্রা সোসাইটির সভাপতি মিজানুর রহমান আরিফ প্রমুখ। অনুষ্টান পরিচালনা করেন ভল্যান্টিয়ার অ্যাকশন হবিগঞ্জের সাধারন সম্পাদক মোঃ রাজু মিয়া।