রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

মাধবপুরে ডাকাত ধরতে গিয়ে হামলায় ॥ ৮ পুলিশ আহত ॥ গুলিবিদ্ধ ১ জনসহ আটক ৬

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৪৯৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাত ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ৮ পুলিশ সদস্য আহত হয়েছে। আহতদের মধ্যে এক এএসআই ও দুই কনস্টেবলের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশে জানিয়েছে। হামলার সময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়লে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিসহ ৬জনেক আটক করে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীররাতে মাধবপুর উপজেলার শীবজয়নগর গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি মোকতাদির হোসেন পিপিএম জানান উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া গ্রামের চান মিয়ার ছেলে দুর্ধর্ষ ডাকাত ও গ্রেফতারি পরোয়ানার আসামী তৌহিদ (২৯)কে গ্রেফতার করতে মাধবপুর থানার এসআই মুমিনুর ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শিবজয়নগর গ্রামে একটি বাড়ীতে অভিযান চালায়। এ সময় তৌহিদের নেতৃত্বে ১৫/১৬জনের একদল দুর্বৃত্ত দেশিয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে এস.আই মমিনুল ইসলাম, এএসআই মাহবুব, এএসআই রায়হান, এএসআই নজমূল, এএসআই সুখলাল, পুলিশ সদস্য নিপেশ চন্দ্রধর, জামাল উদ্দিন, অহিদ হোসেন, আরিফ ও ডালিম আহত হন। এর মধ্যে কনস্টেবল আরিফ, ডালিম ও এএসআই মাহবুবকে মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ সাতপাড়িয়া গ্রামের তৌহিদ (২৯), মাহফুজ মিয়া (৫০), তাহের মিয়া (৩০), আলমগীর (২৬), বাবুল মিয়া (৩০) ও গুলিবিদ্ধ রশিদকে গ্রেফতার করেছে। পুলিশের উপর হামলা ও কর্তব্য কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এস আই মমিনুল ইসলাম বাদী হয়ে তৌহিদকে প্রধান আসামী করে ৬জনের নাম উল্লেখ করে আজ্ঞাত ৭/৮জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এদিকে পুলিশের গুলিতে গলায় গুলিবিদ্ধ রশিদ মিয়াকে গুরুতর অবস্থায় রাতেই পুলিশ হেফাজতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রশিদের পরিবারের দাবী তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে শিবজয়নগর গ্রাম অনেকটা পুরুষ শূন্য হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com