স্টাফ রিপোর্টার ॥ শহরের রাজনগর এলাকা থেকে চুরির অভিযোগে এক যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক যুবক পৈল গ্রামের নায়েব আলীর ছেলে রাসেল মিয়া (১৮)। গতকাল রাত ৮টার দিকে রাজনগর এলাকায় সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবাল এর বাসায় রাসেলসহ দুইজন মিলে চুরি করার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা রাসেলকে আটক করতে সক্ষম হয়। অপর সহযোগী পালিয়ে গেছে। পরে রাসেলকে হবিগঞ্জ থানায় সোপর্দ করা হয়।